সমাজকর্ম নিয়ে ভাইভা প্রশ্ন

ভাইভা বোর্ড হয়ত আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন? আপনি হয়ত বলবেন সমাসকর্ম। তখন আপনাকে সমাজকর্ম বিষয়ক নানান প্রশ্ন করতে পারে। তাই এখানে সমাজকর্ম ভাইভা প্রশ্ন শেয়ার করছি।

সমাজকর্ম বিষয়ক ভাইভা প্রশ্ন

সমাজকর্ম কী?

উত্তর: সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধান করে। 

সমাজকর্মের উদ্ভব কোথায়?

উত্তর: ইংল্যান্ডে।

সমাজকর্মের বিকাশ কোথায়?

উত্তর: যুক্তরাষ্ট্রে।

সমাজকর্ম বেসিক প্রশ্ন

সমাজকর্মের জনক কে?

উত্তর: জেন আদমস। 

সমাজসেবা কী?

উত্তর: সমাজ সেবা হল সেসব সুসংগঠিত কার্যের সমষ্টি। যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবসম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট। 

সমাজকর্ম দিবস কবে?

উত্তর: প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার সমাজকর্ম দিবস পালিত হয়। 

সমাজ কর্মের মূল লক্ষ্য কী?

উত্তর: সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সমস্যার সমাধান। এটি সামাজিক সমস্যার প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে।

সমাজ কল্যাণ কী?

উত্তর: মানুষের মঙ্গল ও হিতের জন্য সরকারি বেসরকারি সকল উদ্যোগকে সমাজ কল্যাণ বলে।

সমাজকর্ম ও সমাজ কল্যাণের মধ্যে পার্থক্য কি?

উত্তর: সমাজকর্ম একটি পেশা কিন্তু সমাজকল্যাণ পেশা নয়। সমাজকর্মের পরিধি সমাজ কল্যাণের তুলনায় ছোট

সমাজ কল্যাণের তুলনায় সমাজকর্ম নবীন। যেদিন থেকে সমাস ছিল সেদিন থেকে সমাজ কল্যাণ ছিল কিন্তু সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে। শিল্প বিপ্লবের পর বিংশ শতকের গোড়ার দিকে। যে কেউ সমাজ কল্যাণ করতে পারে কিন্তু যে কেউ সমাজকর্ম করতে পারে না। সমাজকর্ম করতে হলে সমাজকর্ম বিষয়ে উচ্চতর জ্ঞান দক্ষতা ও প্রশিক্ষণ লাগে। সমাজ কল্যাণ হচ্ছে লক্ষ্য আর সমাজকর্ম হচ্ছে সেই লক্ষ্য অর্জনের একটি উপায়। 

সমাজ বিজ্ঞানের সাথে সমাজকর্মের পার্থক্য কী?

সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা কিন্তু সমাজবিজ্ঞান সাহায্যকারী পেশা নয়। সমাজকর্ম একটি ব্যবহারিক অবলিক প্রয়োগিক বিজ্ঞান কিন্তু সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান একটি মৌলিক সামাজিক বিজ্ঞান কিন্তু সমাজকর্ম মৌলিক বিজ্ঞান নয় সমাজকর্ম একটি সমন্বয়ধর্মী সামাজিক বিজ্ঞান কিন্তু বিভিন্ন বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে সমাজকর্মের বিকাশ কর্মের থেকে প্রাচীন কিন্তু সমাজবিজ্ঞানের যাত্রা হয়েছে আগে আর সমাজকর্মের যাত্রা হয়েছে পরে।  সমাজকর্ম সামাজিক সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে কিন্তু সমাজবিজ্ঞান সমাজের সমস্যার কারণ উদঘাটন করার লক্ষণের কাজ করে। সমাজবিজ্ঞানের পরিধি সমাজকর্মের তুলনায় ব্যাপক।

কল্যাণ রাষ্ট্র কাকে বলে?

উত্তর: যে রাষ্ট্র সকল জনগণের সার্বিক কল্যাণে কাজ করে। তাই কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র সকল জনগণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করে।

বাংলাদেশ কি কল্যাণ রাষ্ট্র?

বাংলাদেশ একটি কল্যাণকামী বা কল্যাণমুখী রাষ্ট্র।  এটি এখনো পুরোপুরি কল্যাণ রাষ্ট্র হয়ে ওঠেনি। যেমন কল্যাণ রাষ্ট্র বেকারদের জন্য বেকার ভাতা প্রদান করে যা বাংলাদেশ এখনো করছে না। তবে বাংলাদেশ জনগণের কল্যাণে কাজ করে এখানে অনেক কল্যাণমূলক আইন নীতি ও কর্মসূচি রয়েছে। এটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে

পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রের নাম কী?

উত্তর: সুইডেন

কয়েকটি কল্যাণ রাষ্ট্রের নাম বলুন

উত্তর: সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে।

কল্যাণ রাষ্ট্রের জনক কে?

উত্তর: স্যার উইলিয়াম বিভারেজ।

সমাজ সংস্কার কী

উত্তর: সমাজ সংস্কার হচ্ছে সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা রীতি নীতি ব্যবস্থা দূর করে। ইতিবাচক সামাজিক পরিবর্তন আনায়ন। যেমন নারী শিক্ষার পক্ষে সৃষ্টি করে নারী শিক্ষার প্রচার

কয়েকজন সমাজ সংস্কারের নাম বলুন

উত্তর: বেগম রোকেয়া, রাজা রামমোহনম রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লতিফ স্যার, সৈয়দ আহমেদ খান 

শিক্ষক নিবন্ধনের সমাজকর্মের ভাইভায়

সামাজিক নিরাপত্তা  কী?

উত্তর: অসুস্থতা বার্ধক্য বেকারত্ব প্রতিবন্ধকতা বা অন্য কোন কারণে কোন ব্যক্তি যখন চলতে পারে না তখন রাষ্ট্র যে নিরাপত্তা প্রদান করে তাই সামাজিক নিরাপত্তা। 

বাংলাদেশে কতগুলো সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচি রয়েছে?

উত্তর: ১৪৫টি তবে আপডেট তথ্য দেখে নিবেন।

বাংলাদেশের কয়েকটি সামাজিক নিরাপত্তা কর্মসং কর্মসূচি কি কি?

উত্তর: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পেনশন ইত্যাদি

বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি কোনটি?

উত্তর: বয়স্ক ভাতা

পল্লী সমাজসেবা কার্যক্রম সম্পর্কে কি জানান?

উত্তর: জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তর ১৯৭৪ সালে পরীক্ষামূলকভাবে তৎকালীন ১৯ টি থানায় পল্লী সমাজ সেবা কার্যক্রম শুরু করে। বর্তমানে ৪৯২ টি উপজেলা এই এটি চালু আছে।

শহর সেবা কার্যক্রম কখন শুরু হয়?

উত্তর: ১৯৫৫ সালে সর্বপ্রথম ঢাকারটুলিতে শহর সমাজসেবা কার্যক্রম চালু হয়। 

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সম্পর্কে বলুন 

উত্তর: ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসা সমাজকর্মী নিয়োগ করার মাধ্যমে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ঢাকা মহানগর সহ ৬৪ টি জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০৫টি ইউনিট ও উপজেলা পর্যায়ের ৪২০ টি উপজেলা হেলথ কমপ্লেক্স এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সমাজসেবা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1984 সালে

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম কী?

উত্তর: শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 

সামাজিক সমস্যা কী?

উত্তর: সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা। যা সমাজ থেকে সৃষ্টি হয় যা সমাজের জন্য ক্ষতিকর এবং যা সমাজের কল্যাণের পরিপন্থী। এটি এমন একটি অবাঞ্চিত অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর ও নেতিবাচক প্রভাব বিস্তার করে।

কয়েকটি সামাজিক সমস্যার নাম বলুন

উত্তর: দারিদ্র, জনসংখ্যা, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্ত ইত্যাদি

দারিদ্র কাকে বলে?

উত্তর: আভিধানিক অর্থে দারিদ্র হচ্ছে অভাব অনটন বা নেতিবাচক অর্থনৈতিক অবস্থা। দারিদ্র এমন একটি নেতিবাচক অর্থ সামাজিক অবস্থা যেখানে মানুষ তার মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারেনা এবং নিম্নমানের জীবন যাপন করে। 

দারিদ্র্যের দুষ্টু চক্র  এর প্রবক্তা কে?

উত্তর: অর্থনীতিবিদ  রাগনার  নার্কস।

আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে?

উত্তর: ১৭ই অক্টোবর।

বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কী?

উত্তর: জনসংখ্যাস্ফীতি।

সমাজ কর্মের পদ্ধতি কত প্রকার?

উত্তর: দুই প্রকার। যথা মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি।

সমাজকর্মের মৌলিক পদ্ধতি  কত প্রকার?

উত্তর: তিন প্রকার। যথা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম।

সমাজকর্মের সহায়ক পদ্ধতি কত প্রকার?

উত্তর: তিন প্রকার। যথা সামাজিক গবেষণা, সমাজকর্ম প্রশাসন ও সামাজিক কার্যক্রম।

মানবাধিকার কাকে বলে?

উত্তর: মানবাধিকার মানে হচ্ছে মানুষের অধিকার। একজন ব্যক্তি মানুষ হিসেবে জন্ম নেয়ার ফলে যেসব অধিকার প্রাপ্য হন তাকে মানবাধিকার বলে।

মানবাধিকার দিবস কবে?

উত্তর: ১০ ডিসেম্বর।

বর্তমান বিশ্বের বৃহত্তম এনজিওর নাম কী?

উত্তর: ব্রাক। 

সামাজিক উন্নয়ন কী?

উত্তর: শিক্ষা স্বাস্থ্য জীবন যাত্রার মান মানবসম্পদ জনসংখ্যা পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে পূর্ব অবস্থা থেকে অপেক্ষাকৃত উন্নত অবস্থায় পরিবর্তনকে সামাজিক উন্নয়ন বলে।

উপসংহার

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সমাজকর্ম ভাইভা প্রশ্ন যেমন হয় তা নিয়ে এখানে মোটামুটি আলোচনা করা হলো। তারপরও কোন প্রশ্ন থাকেলে কমেন্ট করুন।

Leave a Comment