আপনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে চান? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করে থাকলে যেকোন চাকরির পরীক্ষায় আপনাকে অবশ্যই আপনার পঠিত বিষয়ের বেসিক ধারনা নিয়ে যেতে হবে। এখানে কয়েকজনের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা অভিজ্ঞতা শেয়ার করছি।
রাষ্ট্রবিজ্ঞান এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, সরকার ও সরকারের বিভিন্ন কাঠামো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন
আমি এখানে আপনাকে যে প্রশ্নগুলো শেয়ার করছি। সেগুলোতে বিভিন্ন ভাইবাতে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। তবে এসব প্রশ্নের উত্তরটা না পারাটা আপনার জন্য ভাল হবে না। তাছাড়াও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রয়েছে। সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। বিশেষ করে এই দুইটি প্রশ্ন প্রায়শই করা হয়। ও বিভিন্ন মতবাদ ও এর জনক সম্পর্কে জানতে হবে। বিভিন্ন উক্তিও জানতে হবে।
১। দি পলিটিক্স (The Politics) এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে?
= রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
২। দি রিপাবলিক (The Republic) গ্রন্থটির রচয়িতা কে?
= প্রাচীন যুগের একজন বিখ্যাত দার্শনিক: প্লেটো।
এছাড়াও বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে যেমন:
ওয়েলথ অব নেশন বইটি কার লেখা?
= এরিস্টটল।
এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটি কার?
= অধ্যাপক লাস্কি।
রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কোনটি?
= রাজনীতি।
“জাতীয়তাবাদ সভ্যতার সংকট” এই বিখ্যাত উক্তিটি কার?
= রবীন্দ্রনাথ ঠাকুরের।
রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
= এরিস্টটল। এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইতালির নাগরিক নিকোলো ম্যাকিয়াভেলি।
জাতি রাষ্ট্রের প্রবক্তা কে?
= নিকোলো ম্যাকিয়াভ্যালি।
দুইজন মুসলিম রাজনৈতিক দার্শনিকের নাম বলুন
আল ফারাবি এবং ইবনে খালদুন।
আধুনিক যুগের দুইজন রাষ্ট্র দার্শনিকের নাম বলুন
= টমাস হবস ও জন লক।
মধ্যযুগের দুইজন দার্শনিক
= সেন্ট টমাস একুইনাস এবং সেন্ট অগাস্টিন।
প্রাচীন যুগের দুইজনের নাম: প্লেটো এবং এরিস্টটল।
রাষ্ট্রবিজ্ঞান বেসিক জিজ্ঞাসা
রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কী?
= সুদূর অতীতে একসময় রাষ্ট্র ও সরকারকে সমার্থক ভাবা হত। সপ্তদশ শতাব্দীতে ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন “আমিই রাষ্ট”। টমাস হবস লেভিয়াথান গ্রন্থেও রাষ্ট্র ও সরকারের কোন পার্থক্য স্বীকার করা হয়নি। কিন্তু রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। উইলোবির মতে, সরকার হলো এমন এক প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকারী করে।
রাষ্ট্র: রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা। রাষ্ট্রকে চোখে দেখা যায় না। রাষ্ট্রের রুপ বিমূর্ত। রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য চারটি যথা: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব।
সরকার: রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার অস্থায়ী, আজ যে সরকার ক্ষমতায় আছে, কাল সেই সরকার নাও থাকতে পারে। রাষ্ট্রের প্রতিনিধি স্বরুপ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ ও প্রয়োগ করে মাত্র। সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র। রাষ্ট্রের আদর্শগুলোকে বাস্তবায়িত করাই এর উদ্দেশ্য।
আইন বলতে কী বুঝেন?
= জন অস্টিনের মতে, “সার্বভৌমের আদেশই আইন”। সাধারন অর্থে, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধি-বিধানের সমষ্টি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সমাজ কর্তৃক গৃহীত। যা সকলের উপর সমান ভাবে প্রযোজ্য এবং যা ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়।
জাতি ও জাতীয়তা বলতে কি বুঝ?
= জাতি হচ্ছে একটি সম্প্রদায় যা একটি সাধারন ভাষা, অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠে। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে আইনগত সম্পর্ক।
কী ধরনের জাতিয়তাবাদি সাম্রাজ্যবাদের জন্ম দেয়?
= উগ্রজাতীয়তাবাদ।
স্বাধীনতার শর্ত কী?
= আিইন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা কী?
= প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা।
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
= রাজনৈতিক সংস্কৃতি হলো জাতীয় বা সাধারন সংস্কৃতির সে অংশ। যা সামগ্রিক রাজনীতির পরিপ্রেক্ষিতে মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত।
কোন শাসন ব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে?
= গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়।
সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কী?
= যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত আইনসভার নিকট দায়িত্বশীল ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ থাকে।
প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ দেন।
= ভারতবর্ষ।
রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত সাধারণ জ্ঞান
বঙ্গভঙ্গ কী?
গনতন্ত্র কথাটি সংবিধানের কোথায় কাছে?
= সংবিধানের প্রস্তাবনায়।
গণিপরিষদ কী?
= দেশের জনগণের যে অংশ সংবিধান রচনার দায়িত্ব পালন করে।
বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথ কি?
= “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়”।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী? এটি কয় কক্ষ বিশিষ্ট?
= কংগ্রেস। এটি দ্বি-কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ- সিনেট। নিম্ন কক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
যুক্তরাজ্যের আইনসভা সম্পর্কে বলুন
= এটি দ্বিক্ষ বিশিষ্ট একটি আইনসভা। এর নাম হাউজ অব পার্লামেন্ট। উচ্চকক্ষের নাম: হাউজ অব লর্ডস। এবং নিম্ন কক্ষের নাম: হাউজ অব কমনস।
বাংলাদেশের আইনসভা সম্পর্কে কিছু বলুন
বাংলাদেশের আইনসভার নাম: জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। এত সর্বমোট ৩৫০ আসন রয়েছে। ৫০ টি সংরক্ষিত নারি আসন রয়েছে।
সংবিধান সম্পর্কি অন্যান্য প্রশ্ন হয়ে থাকে যা এখানে বিস্তারিত পাবেন: সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন যেমন হয়।
বাংলাদেশের সরকার প্রধান কে?
= মাননীয় প্রধানমন্ত্রী।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
-= মহামান্য রাষ্ট্রপতি
দেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রাষ্ট্রবিজ্ঞান ভাইভা সহায়িকা pdf
রাষ্ট্রবিজ্ঞান ভাইভা সম্পর্কে বিস্তারিত একটি পিডিএফ আপনাদের সাথে শেয়ার করছি।
শেষকথা
আপনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর কেমন হয়। ইতিপূর্বেই আপনি অবগত হয়েছেন। তারপরও আমরা এখানে পরবর্তীতে প্রশ্ন ও উত্তর আপডেট করে দেব। আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন। এমনকি আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ