ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন

আপনি যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়ালেখা করে থাকেন। তাহলে ভাইভাতে আপনাকে কমন কিছু প্রশ্ন করা হতে পারে। আমরা এই বিষয়ে পড়েছেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার ভাইভা দিয়েছেন এমন কয়েক জনের থেকে যে প্রশ্ন সংগ্রহ করেছি সেটা এখানে তুলে ধরছি। আশা করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন আপনার কমন পরবে।

বিগত পরীক্ষায় আসা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন

বর্তমানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে, পাশাপাশি ব্যাংক, বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় আপনার পঠিত বিষয় সম্পর্কে তারা অবশ্যই জানতে চাইবে। আজকে এখানে শেয়ার করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন ও উত্তর।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কোন বংশে জন্মগ্রহণ করেন?

উত্তর: মক্কার কুরাইশ বংশে।

মদীনা সনদ কী? এর ধারা কয়টি?

উত্তর: হিজরতের পরে হয়রত মুহাম্মদ (সাঃ) কর্তৃক লিখিত বিশ্বের প্রথম সংবিধান। এটি বিবাদমান সকল গোত্র ও ধর্মের অনুসারীদের মাঝে সমঝোতা ও ঐক্য প্রতিষ্ঠা করার জন্য রচনা করেন। মদিনা সনদের ধারা ৪৭ টি।

ইসলামের প্রাণকর্তা বলা হয় কাকে?

উত্তর: হযরত আবু বক্কর সিদ্দিক (রা:)।

জিজিয়া কী?

উত্তর: মুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অমুসলিম নাগরিক কর্তৃক প্রদত্ত নিরাপত্তা কর।

খারাজ কী?

উত্তর: কৃষি জমির উপর আরোপিত করকে খারাজ বলে।

গনিমত কী?

উত্তর: অমুসলিমদের সাথে যুদ্ধে জয়ী হওয়ার পর যুদ্ধের ময়দানে পরিত্যাক্ত সম্পদ। যুদ্ধাস্ত্র, খাদ্যসামগ্রী, যানবাহন, পোষাক-পরিচ্ছেদ ইত্যাদি।

ফখরুদ্দিন মুবারক শাহ কে? তার সময়ে কোন পর্যটক বাংলাদেশে আসে?

উত্তর: চৌদ্দ শতকের বাংলার স্বাধীন শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। তার শাসনকালে বাংলায় আসেন ইবনে বতুতা।

ইসলামে প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠাতা কে?

উত্তর: হযরত মুয়াবিয়া (রাঃ)।

খোলাফায়ে রাশেদীন কাকে বলে? পঞ্চম খলিফা কাকে বলা হয়?

উত্তর: ইসলামের প্রসিদ্ধ চার সাহাবি যাদের ইসলামের চার খলিফা বলে। যারা হয়রত মুহাম্মদ (সাঃ) পরবর্তী নির্দেশনা দেন। এবং উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ (রহ:) কে পঞ্চম খলিফা বলা হয়।

রুপকথার নায়ক বলা হয় কাকে?

উত্তর: খলিফা হারুন-অর রশিদকে।

জাজিরাতুল আরব কী? বর্তমানে কোন দেশগুলো এ ভূখন্ডে রয়েছে?

উত্তর: জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ। আর জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরব উপদ্বীপ। বর্তমান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, ইরাক, ইয়েমেন, জর্ডান ও সৌদি আরব। এই দেশগুলো জাজিরাতুল আরবের দেশ।

শিয়া কারা? শিয়াপ্রধান দেশ কোনটি?

উত্তর: শিয়া শব্দের অর্থ দল। যারা খিলাফত প্রশ্নে হযরত আলী (রা:) ও তার বংশধরদের সমর্থন করেন তারাই শিয়া। ইরান বর্তমানে শিয়া প্রধান দেশ।

মিশরকে কেন নীলনদের দান বলা হয়?

উত্তর: নীলনদকে কেন্দ্র গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। প্রতি বছর নীল নদের দুই তীরে পলি জমা হতো। এই উর্বর ভূমিতে কৃষি উৎপাদন, মাছ শিকার ও পশু পালনের জন্য এই তৃণ ভূমি সহায়ক ভূমিকা পালন করে। তাই মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন

আরও দেখুন: ভাইবাতে নিজের সম্পর্কে বলাবঙ্গবন্ধু সম্পর্কে ভাইবাতে যে প্রশ্ন হয়মুক্তিযুদ্ধ নিয়ে ভাইভা প্রশ্ন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের ইউটিউব ভিডিও

ডিসক্লেইমার

আমাদের দেওয়া অবশ্যই যাছাই করে পড়বেন। তবে ভাল হয় আপনি যদি কোন বই থেকে পড়ে। চাকরি পেতে বই পড়ার কোন বিকল্প নেই।

তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন রিসোর্স।

শেষকথা

আমরা এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইভা প্রশ্ন শেয়ার করেছি। এগুলো পড়ার পাশাপাশি আপনি আপনার সাবজেক্ট এর বেসিক অবশ্যই জেনে ভাইভাবে যাবেন। আপনার জন্য শূভকামনা রইল।

Leave a Comment