বিভিন্ন চাকরির পরীক্ষার ভাইভাতে অর্থনীতির ভাইভা প্রশ্ন কেমন হয়? সেটা নিয়ে আজের লেখাটি সাজানো হয়েছে। আপনি যদি অর্থনীতি ব্যাকগ্রাউন্ড এর ছাত্র হয়ে থাকেন। তাহলে আজকের এই ব্লগ পোষ্টটি আপনাকে হয়ত উপকৃত করবে।
আপনি ভাইবাতে ভাল করার জন্য অবশ্যই কোন বেসিক বই পড়ে যাবেন। পাশাপাশি সমসাময়িক অর্থনৈতিক ইস্যূ গুলো পড়ে যাবেন। এখানে আমরা অতি গুরুত্বপূর্ন প্রশ্নগুলো ও তার উত্তর শেয়ার করেছি।
অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
- ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য
- সুনীল অর্থনীতি
- পরার্থপরতার অর্থনীতি
- সমুদ্র অর্থনীতি
অর্থনীতির জনক কে?
= স্কটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথ।
আধুনিক অর্থনীতির জনক কে?
= যুক্তরাষ্ট্রের নাগরিক পল অ্যান্থনি স্যামুয়েলসন।
অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা ?
= এজেন্ট হলো তিনটি: যথা ক) ব্যক্তি বা পরিবার খ) ফার্ম বা উৎপাদান প্রতিষ্ঠান গ) সরকার।
অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কী?
= মৌলিক সমস্যা ৩টি । যথা: ক) কি কি উৎপাদন করতে হবে। ২। কিভাবে উৎপাদন করতে হবে। ৩) কার জন্য উৎপাদন করতে হবে।
সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে?
= সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।
ইতিবাচক অর্থনীতি বলতে কী বুঝ?
বাস্তব তথ্যের উপর ভিত্তি করে যে অর্থনীতির সমস্যার সমাধান করা হয় তাকে ইতিবাচক অর্থনীতি বলে।
ব্যষ্টিক অর্থনীতি কী?
= অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন কোন ব্যক্তির একক আয়-ব্যয়, চাহিদা ও ভোগ ইত্যাদি।
নীতিবাচক অর্থনীতি কী?
যে অর্থনীতিতে নীতি নৈতিকতার ওপর ভিত্তি করে অর্থনৈতিক সমস্যা সমাধান করা হয় তাকে নীতিবাচক অর্থনীতি।
Laisses Faire শব্দের বাংলা প্রতিশব্দ কী?
= ব্যক্তি স্বাতন্ত্রবাদ।
অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কী বোঝায়?
= অ্যাডাম স্মিথ এর মতে অদৃশ্য হাত বলতে মূলত কোন প্রকার হস্তক্ষেপবিহীন মুক্তবাজার প্রকিয়াকে বুঝায়।
তিনজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম বলুন-
= ১) এডাম স্মিথ ২) কার্ল মার্কস ৩) ডেভিড রিকার্ডো।
সুযোগ ব্যয় কী?
একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে সুযোগ ব্যয় বলে।
মিশ্র অর্থনীতি কী?
= যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রন বজায় থাকে।
অদৃশ্য হাত দ্বারা বাজার নিয়ন্ত্রিত হয় – কথাটি কার?
= এডাম স্মিথের।
অর্থনীতির নিউ ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে ?
অধ্যাপক আলফ্রেড মার্শাল।
উৎপাদনের উপাদান কয়টি?
= ক) ভূমি খ) শ্রম গ) মূলধন ঘ) সংগঠন।
তুলনামূলক সুবিধা তত্ত্বটি কে প্রচার করেন?
= ডেভিড রিকার্ডো।
অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
= কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের বার্ষিক পরিবর্তনের চলমান বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?
= দুই বা ততোধিক স্বাধীস সার্বভৌম দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয়, তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
চাহিদা কাকে বলে?
= কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে।
চাহিদার বৈশিষ্ট বা শর্তগুলো কী কী?
= অর্থনীতিতে চাহিদার শর্ত। ১) ইচ্ছা বা আকাক্ষা ২) প্রয়োজনীয় অর্থ ৩) অর্থ ব্যয় করার ইচ্ছা।
যোগান বিধি কী?
অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায় একে যোগান বিধি বলে।
চাহিদা আপেক্ষক কাকে বলে?
যে আপেক্ষক বা সমীকরণের সাহায্যে চাহিদার সাথে দামের বিপরীতমূখী সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে চাহিদা আপেক্ষক বলে।
কেইনস এর অপূর্ণ নিয়োগ তত্ত্ব কী?
= কার্যকরী চাহিদার ঘাটতির কারণে বেকারত্ব দেখা দেয়। পূর্ণ নিয়োগ অর্জিত হয় না, অর্জিত হয় পূর্ণ নিয়োগের নিচের ভারসম্য। তাই এ তত্বের নাম কেইনসের “অপূর্ণ নিয়োগ তত্ত্ব”।
বাজার ভারসম্য কী?
= একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বাজারে চাহিদার পরিমাণ ও বাজার যোগাণের পরিমাণ সমান হলে যে ভারসম্য অর্জিত হয়, তাকে বাজার ভারসাম্য বলে।
চাহিদা রেখা কখন ঊর্ধগামী হয়?
= চাহিদা বিধির ব্যতিক্রম ক্ষেত্রগুলোতে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধগামী হয়। যেমন ভোক্তার আয়ের পরিবর্তন, গিফেন দ্রব্য, বিলাসজাত দ্রব্য, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন প্রভৃতি। এক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্কের ফলে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধগামী হয়।
বাণিজ্য চক্রের পর্যায়গুলো কী কী?
= ৪ টি। যথা: ১) সমৃদ্ধির শীর্ষস্থান ২) অবনতি ৩) চূড়ান্ত অবনতি বা মন্দা ৪) পরিত্রাণ।
রাজনৈতিক অর্থনীতির জনক কে
= এ্যাডাম স্মিথ।
আরও দেখুন: ভাইভা পরীক্ষায় ভালো করার উপায়
শেষকথা
আপনি অর্থনীতির ভাইভা প্রশ্ন সম্পর্কে হয়ত আইডিয়া পেয়ে গেছেন। তারপরও আপনি ভাইবাতে ভাল করার জন্য অবশ্যই কোন বেসিক বই পড়ে যাবেন। পাশাপাশি সমসাময়িক অর্থনৈতিক ইস্যূ গুলো পড়ে যাবেন।