উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন

বিসিএস, ব্যাংকসহ অন্যান্য সরকারি কিংবা বেসরকারি চাকরির ভাইভাতে নিজের সাবজেক্ট হয় উদ্ভিদবিদ্যা। ভাইবাতে যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে সেগুলো নিয়ে আজকের এই ব্লগ পোষ্ট।

উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক ভাইভা প্রশ্ন

নিজের পঠিত বিষয়ে অনেক সময় ভাইভাতে বেশ প্রশ্ন করে থাকে। তাছাড়া আপনি যদি আপনার নিজের সাবজেক্ট এ দুর্বল হন তবে আপনার নিজের কনফিডেন্স কম থাকবে। বোর্ডকেও সহজে সন্তুষ্ট করতে পারবেন না। তাই একটু সময় নিয়ে বিভিন্ন সোর্স থেকে প্রশ্ন সংগ্রহ করুন ও নোট করুন। ভাইভার আগে মক ভাইভায় অংশগ্রহণ করুন। তাকে আপনার ভাইভা অনেকাংশে ভাল হওয়ার ‍সুযোগ থাকবে।

এখানে একদম বেসিক উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো:

উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

= গ্রিক দার্শনিক থিযোফ্রাস্টাস।

উদ্ভিদ শ্রেণিবিন্যাসের জনক কে?

= ক্যারোলাস লিনিয়াস।

কোন উদ্ভিদ প্রজাতির বৈজ্ঞানিক নামে কয়টি পদ থাকে?

= দুইটি পদ ( প্রথম পদ গণের নাম ও দ্বিতীয় পদ প্রজাতির নাম)।

নগ্নবীজী উদ্ভিদ কী?

= যে সকল উদ্ভিদের গর্ভাশয় নেই, ফল উৎপন্ন হয় না। ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে। তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।

ছত্রাক কী?

= যে সকল উদ্ভিদের ক্লোরোফিল নেই বিধায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এবং কোষপ্রাচীর কাইটিন নির্মিত তাকে ছত্রাক বলে।

দ্বি-বীজপত্রী উদ্ভিদ কী?

= যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে যেমন: আম, জাম, পেয়ারা ইত্যাদি।

একবীজপত্রী উদ্ভিদ কী?

= যেসব উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে যেমন: ধান,গম, নারিকেল ইত্যাদি।

কোষ কী?

= কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত ও আত্মপ্রজননে সক্ষম।

কোষ প্রাচীর থাকে কোন কোষে?

= উদ্ভিদ কোষে।

সার্বজনীন অঙ্গানু বলা হয় কাকে?

= রাইবোজোমকে কারন এটি আদি কোষ ও প্রকৃত কোষ উভয় কোষে থাকে।

উদ্ভিদের সালেকসংশ্লেষন হয় কোন অঙ্গাণুতে?

= ক্লোরোপ্লাস্টে।

ফুলের রঙ্গিন বর্নের জন্য দায়ী কে?

= ক্রোমোপ্লাস্ট।

শ্বসন অঙ্গাণু বা মাইটোকন্ডিয়া থাকে কোথায়?

= সকল প্রকৃত কোষে।

ক্রোমোজম কি?

= কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার যে বস্তু বংশগতির বৈশিষ্ট্যাবলি নিয়ন্ত্রণ ও সঞ্চালন করে।

কোষপ্রাচীর কী দিয়ে নির্মিত?

= সেলুলোজ দ্বারা। এছাড়াও এতে হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সেবুরিনক, গ্লাইগোপ্রোটিন প্রভৃতি থাকে।

কয়েকটি সাইটোপ্লাজমিয় অঙ্গাণুর নাম বলুন-

= মাইটোকন্ডিয়া, প্লাস্টিড, রাইবোজোম, গলজি বডিস ইত্যাদি।

ট্রান্সলেশন কী?

= RNA থেকে প্রোটিন/এনজাইম তৈরির প্রকিয়া।

দেহ কোষে ও জনন কোষে কোন ধরণের কোষ বিভাজন হয়?

= দেহকোষে মাইটোসিস এবং জনন কোষে মিয়োসিস কোষ বিভাজন হয়।

ক্রসিং ওভার কী?

= মিয়োসিস-১ এর প্রফেজ-১ প্যাকাইটিন উপপর্যায়ে যে পদ্ধতিতে দুটি হোমোলোগাস ক্রোমোজোম এর নন-সিস্টার ক্রোমোটিভ এর মধ্যে অংশ বিনিময় ঘটে।

মধু ও ফলের রসে কী থাকে?

= ফ্রুক্টোজ।

চিনিতে কী উপাদান থাকে?

= সুক্রোজ।

উদ্ভিদের সঞ্চিত খাদ্য কী?

= স্টার্চ যা মূলত ধান, গম , আ লু ইত্যাদি সঞ্চিত থাকে।

প্রাণীদের সঞ্চিত খাদ্য কী?

= গ্লাইকোজেন যা মূলত যকৃৎ ও পেশীকোষে থাকে।

তেল ও চর্বি কী?

= তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি এসিড যা সাধারন তাপমাত্রায় তরল। যেমন: সয়াবিন তেল, নারিকেল তেল ইত্যাদি। চর্বি হলো সমৃক্ত ফ্যাটি এসিড যা সাধারন তাপমাত্রায় কঠিন। যেমন: মাছের তেল, ঘি, মাখন, খাসির চর্বি।

ভাইরাস বলতে কী বুঝেন?

= ভাইরাস হলো নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা তৈরি একটি অকোষীয় কণা যার আক্ষরিক অর্থ বিষ। এটি কেবল পোষক দেহের ভিতরে বংশ বৃদ্ধি করতে পারে।

উদ্ভিদ বিজ্ঞান নিয়ে ভাইভাতে যেপ্রশ্ন হয়

উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ১
উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ২
উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ৩
উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ৪
উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ৫
উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন ৬

শেষকথা

আমাদের এই লেখাটি শুধু বেসিক ধারনা লাভের জন্য। ভাইভাতে ভাল করার জন্য অবশ্যই উদ্ভিদ বিজ্ঞানের ভাইভা প্রশ্ন রিলেটেড বই পড়ুন। অথবা নবম দশম শ্রেনীর বইটি পড়ুন। আপনার জন্য শুভকামনা।

Leave a Comment