অনলাইন মার্কেটপ্লেস ও ইকমার্স এর ভাইভার নিয়ম

আপনি হয়তো অনলাইন মার্কেটপ্লেস ও ই-কমার্স সাইটে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন!  বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে চাকরি করার জন্য আপনাকে  কিছু বিষয় সম্পর্কে ম্যান্ডেটরি জানতে হবে। পাশাপাশি ই-কমার্সের  বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।

বর্তমানে ইন্টারনেট এক সম্ভাবনাময় দার উন্মোচন করছে।  এখানে প্রতিনিয়ত অজস্র লোকের কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে।  তবে কোয়ালিটি ফুল ব্যক্তির চাহিদা সবার ঊর্ধ্বে থাকে। তাই আপনি যদি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লাইসে  নিজের ক্যারিয়ার গড়তে চান? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটপ্লেসের বিভিন্ন টার্ম, ট্রেন্ডস, অ্যালগোরিদম, কোডিং, কমিউনিকেশন স্কিলসহ  বেশ কিছু বিষয়ের উপরে এক্সপার্ট হতে হবে। আজকে মূলত এই ব্লগ পোস্টে এই সম্পর্কেই বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক।

বাংলাদেশের মধ্যে বড় বড় ই-কমার্স কিংবা অনলাইন মার্কেটপ্লেস যেমন দারাজ, বিডিস্টল.কম লিঃ, বিক্রয় এর মতো কোম্পানিতে ভাইভাতে যেমন প্রশ্ন করে থাকে তার একটা প্রাইমারি ধারণা-  

অনলাইন মার্কেটপ্লেসে চাকরির ভাইবা প্রস্তুতি

আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য ইচ্ছা পোষণ করবেন.  তার মানে আপনাকে অবশ্যই ওই প্রতিষ্ঠান এবং ফার্ম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে.  কোম্পানির শুরু থেকে আজ অব্দি যে সমস্ত বড় ধরনের অর্জন ও বিভিন্ন স্মরণীয় ঘটনা চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠান কাল ইত্যাদি বেসিক সম্পর্কে অবশ্যই জানতে হবে.  এরপর যথারীতি  আপনার পদ রিলেটেড বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাকে বেসিক ধারণা থাকতেই হবে.  

ধরুন আপনাকে নেয়া হয়েছে  সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে.  আপনাকে বলা হলো কিভাবে আমাদের এই প্রোডাক্ট টা কে আপনি সেল করবেন?  অথবা বলা হল কিভাবে আমাদের এই প্রোডাক্টের সেলসের পরিমাণকে বৃদ্ধি করবেন?  অথবা আপনাকে বলা হলো এই প্রোডাক্টের সেলসের পরিমাণ  সমজাতীয় প্রতিষ্ঠানের প্রোডাক্ট এর চেয়ে কিভাবে বৃদ্ধি করা যায়?

অনলাইনে ভাইভায় যা করনীয়

বিভিন্ন কোম্পানি অনেক ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থীকে বাছাইয়ের লক্ষ্যে প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করে শর্ট লিস্ট করে থাকে.  অনেক ক্ষেত্রে প্রার্থীকে বলা হয় আপনি কি অনলাইনে ভাইভা দিতে প্রস্তুত কিনা?  সে ক্ষেত্রে যদি কোন মার্কেট প্লেসে আপনি সিভি দেখে তাদের পছন্দ হয় তাহলে আপনাকে হয়তো অনলাইনে ভাইভা দেয়ার জন্য ডাকবে.

 আর অনলাইনে ভাইভা দেয়ার সময় আপনাকে অবশ্যই যে সমস্ত বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে.

১)  কোনভাবেই ভাইবা চলাকালীন সময় আপনি অন্য কারো সাথে কথা বলবেন না.

২)  আপনি কোলাহলমুক্ত এক কোন একটা রুম  বেছে নিতে পারেন.

৩)  ভাইবা চলাকালীন সময়ে আপনার বডির ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন.

৪)   ভাইবা দেয়ার সময় অবশ্যই মোবাইলকে দূরে রাখুন.

৫)  অন্যান্য সরাসরি ভাইবা দেয়ার মত আপনি এখানেও  পোশাক পরিচ্ছেদের ব্যাপারে খেয়াল করবেন.

৬) আপনার ডিভাইস গুলোকে পূর্বেই প্রস্তুতি নিয়ে নিন এবং  যোগাযোগের যেন সংযোগ বিচ্ছিন্ন না হয় সেদিকেও খেয়াল রাখুন.

৭) ভাইবার সম্মুখীন হওয়ার পূর্বে আপনি অন্য কারো সাথে কথা বলে ট্রায়াল ভাইবা দিয়ে নিন.

ইকমার্স প্লাটফর্ম এর ভাইভা

বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি যদি চাকরি করতে চান?  তাহলে আপনাকে যে সমস্ত প্রশ্ন করা হতে পারে তার একটা নমুনা নিজে দেয়া হলো.  আমরা প্রশ্নগুলো সংগ্রহ করেছি যারা এইসব  প্রতিষ্ঠানে চাকরি করে.  তাই গুরুত্ব সহকারে একটু এগুলোকে আত্মস্থ করবেন.  আশা করি এর দ্বারা আপনি উপকৃত হবেন.

১। সবচেয়ে জনপ্রিয় ই কমার্স প্লাটফর্ম কোনটি?

= অ্যামাজন. 

২। ই কমার্স এর সুবিধা কোনটি?

= ই-কমার্স সাইটের মাধ্যমে দ্রুত ক্রয়/বিক্রয় পদ্ধতি।  বিশেষ করে  24/7 ক্রয়/বিক্রয়  সুবিধা পাওয়া যায়। উন্নত মানের পরিষেবা সহ কম অপারেশনাল খরচ। এ ধরনের প্লাটফর্মে ব্যবসা শুরু এবং পরিচালনা করা সহজ।

৩) মানুষ সবচেয়ে বেশি কি কি প্রোডাক্ট কিনে থাকে?

=  বিভিন্ন ধরনের গেজেট, হোম এক্সেসরিজ, ডিজিটাল প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্স সহ  বিভিন্ন প্রোডাক্ট.

৪) কিভাবে আমাদের প্রোডাক্টের  প্রসার আরো বাড়ানো যায়?

=  বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে  এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

৫) সার্চ ইঞ্জিন কি? কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম বলেন।

= ইন্টারনেটের মাধ্যমে কোন তথ্য খুজতে আমরা যে অ্যাপস ব্যবহার করে থাকি তাকেই সার্চ ইঞ্জিন বলে। যেমন: গুগল, বিং, ইয়াহু, ইয়ানডেক্স, ডাক ডাক গো ইত্যাদি।

৬। এসইও কি? এ সম্পর্কে কিছু বলেন।

= সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যার মাধ্যমে সার্চ ইঞ্জিনে বিভিন্ন ওয়েবসাইটকে র‌্যাক করানো যায়।

৭। ডুয়েল কারেন্সি কি?

= বৈদেশিক লেনদেনের জন্য মাস্টার কিংবা ভিসা কার্ড এর মাধ্যমে ট্রান্সজেকশন করতে হলে ডুয়েল কারেন্সিওয়ালা কার্ড দরকার হয়।

৮। HTTPS / HTTP এর মাধ্যমে পার্থক্য কোথায়?

= HTTPS যুক্ত ওয়েবসাইটগুলো সিকিউরড।

৯। ফেসবুক গ্রুপ/ পেজ আর মধ্যে পার্থক্য কী?

= সকলেই গ্রুপে পোষ্ট করতে এবং পেজে সেটা সম্ভব না। এ জাতীয় নানান প্রশ্ন।

১০। বাংলাদেশে ইকমার্স সাইটগুলোর ভবিষ্যত কেমন?

= হিউজ পসিবল সেক্টর। তবে এখানে টিকে থাকতে অভিজ্ঞ টিম থাকতে হবে।

শেষকথা

আমরা এখানে অনলাইন মার্কেটপ্লেস ও ইকমার্স এর ভাইভার নিয়ম সম্পর্কে সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোন কিছু জানার থাকলে কমেন্ট কিংবা মেইল করুন। ধন্যবাদ

Leave a Comment