ভালো একটি ভাইভা হয়ত হতে পারে আপনার জীবনের মোড় ঘোরার জন্য হাতিয়ার। ভাইভাতে যেহেতু ১/৪ নম্বর থাকে তাই এই অংশে কোন ভাবেই অবহেলা করা উচিৎ নয়। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা বেশি গুরুত্বপূর্ণ। কারন প্রতি বছর লিখিত পরীক্ষা হতো ৮০ নম্বরের কিন্তু এ বছর সেখানে ৭৫ নম্বর। তাই ৫ নম্বর ভাইবাতে যোগ হয়েছে।
যদিও সেখানে আপনার একাডেমিক রেজাল্টের উপর ১০ নম্বর রয়েছে। তারপরও ১৫ নম্বরের ভাইভাতে ভাল করা উচিৎ। এ অংশে ভাল করার জন্য আমরা এখানে বিভিন্ন জনের পরামর্শ, অভিজ্ঞতা ও সাজেশন শেয়ার করব। তো একটু সময় নিয়ে দেখুন আশা করি উপকৃত হবেন।
প্রাইমারি ভাইভা নম্বর বন্টন ২০২৪/প্রাইমারি ভাইভার মার্ক বন্টন ২০২৪
আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখতে ভাইভা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিগত বছরগুলোতে ভাইভাতে ২০ নম্বর ছিল। ২০২৪ সালে এর জন্য নম্বর বরাদ্দ হলো ২৫। মোট চারটি ক্যাটাগরিতে ২৫ মার্ক।
১) ব্যক্তিত্ব প্রকাশ ও উপস্থাপনের জন্য ৫ নম্বর।
২) একাডেমিক রেজাল্টের জন্য ১০ নম্বর। যথা: এস.এস.সি: ৪, এইচ.এস.সি: ৪ এবং স্নাতকের জন্য ২ নম্বর।
৩) নিজের সাবজেক্ট, সাধারন জ্ঞান ও অন্যান্য বিষয় থেকে ৫ নম্বর।
৪। সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, খেলাধুলা, কবিতা আবৃতি ইত্যাদির উপর ৫ নম্বর।
প্রাইমারি ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনি অবশ্যই দুইসেট কাগজ করবেন। যে সমস্ত কাগজ জেলা শিক্ষা অফিসে জমা দিবেন:
- অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি।
- আবেদনপত্রের কপি।
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র।
- শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ।
- পোশ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- প্রাপ্তি স্বীকারপত্র।
প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা প্রস্তুতি
ভালো একটি ভাইভা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনি যে সমস্ত উপায় অবলম্বন করতে পারেন। যেটা কিনা আপনার ভাইভার জন্য শতভাগ উপকৃত করবে বলে আশা রাখি। এমন কিছু টিপস নিচে শেয়ার করা হলো।
- আপনার নামের সাথে যদি বিখ্যাত কোন নাম থাকে তার সমন্ধে বিস্তারিত জানুন।
- ভাইবা আগের দিনের, পরের দিনের এবং ঐদিনের তারিখ, দিবস, ও প্রতিপাদ্য জেনে নিবেন। যদি সম্ভব হয় পুরো মাসের বিশেষ দিবসও জেনে নিবেন।
- আপনার সাবজেক্ট এর বেসিকটা ডেভোলপ করুন। সময় নিয়ে একটু নোট করুন।
- মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ভাল করে জানতে হবে।
- আপনার জেলা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যেমন জেলার ব্রান্ডিং, বিখ্যাত ব্যক্তিবর্গ, নদ-নদী, দর্শনীয় স্থান ইত্যাদি।
- বিভিন্ন প্রবাদ প্রবচন ইংরেজিতে শিখুন। এবং ট্রান্সলেশন প্রাকটিশ করুন।
- আপনি কোন কবিতা, গান, ছড়া কিংবা বক্তব্য শিখে যান।
- সাম্প্রতিক সাধারন জ্ঞানের জন্য অবশ্যই পেপার পড়ুন।
প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা
আমি আমার প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা সহ বেশ কয়েকজনের ভাইবা অভিজ্ঞতা শেয়ার করছি।
প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করে এবং একটু সামনে গিয়ে সালাম দিলাম। তারা বসতে বলার পর বসলাম। এরপর স্যারদের চোখের সাথে চোখ রেখে প্রশ্নের উত্তর দিলাম। যে প্রশ্নটা আমার জানা ছিল না তার জন্য সরি স্যার বললাম। এবং সালাম দিয়ে পেপারসগুলো নিয়ে চলে আসলাম।
প্রাইমারি ভাইভার নমুনা প্রশ্ন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর খুটিনাটি জানা প্রয়োজন। শিক্ষানীতি সম্পর্কে একটি ধারনা নিতে হবে। সর্বশেষ শিক্ষানীতি অবশ্যই জানতে হবে। শিক্ষার স্তর সম্পর্কে জানতে হবে। শিক্ষা আইন সম্পর্কে জানা দরকার। এবং শিক্ষা কমিশন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। শিক্ষা উপবৃত্তি, শিক্ষা দিবসসহ কিছু শিক্ষা রিলেটেড ফুল মিনিং যেমন NAPE=National Academy for Primary Education, Assistant Thana Education Officer (ATEO) এ জাতীয় ফুল মিনিং জেনে নিবেন।
আরও দেখুন:- ভাইবাতে নিজের সম্পর্কে বলা। বঙ্গবন্ধু সম্পর্কে ভাইবাতে যে প্রশ্ন হয়। মুক্তিযুদ্ধ নিয়ে ভাইভা প্রশ্ন যেমন হয়।
প্রাইমারি ভাইভা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৪ ৩য় ধাপের পরীক্ষা কবে হবে
প্রাইমারি ৩য় ধাপের ভাইভা শুরু হবে আগামি ১৫/০৫/২০২৪ তারিখ থেকে।
তথ্য সংগ্রহী: শামীম হাসান, উপজেলা শিক্ষা অফিস।
সারকথা
আমরা এখানে একটি ওভারঅল ধারনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনাকে অবশ্যই এ মাফিক পড়তে হবে। অনেকেই বুঝে উঠেন না যে কিভাবে পড়া দরকার, কি পড়া দরকার তাই এই ব্লগটি করা। প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা প্রশ্ন ও উত্তর পরবর্তীতে আমরা এখানে এড করে দেব। আপনি কাক্ষিত চাকরিটি পেয়ে যান এ কামনায়। আল্লাহ হাফেজ।