এই প্রশ্নটি দ্বারা মূলত জানতে চাওয়া হও আপনি কেমন ফ্যামিলি থেকে এসেছেন, আপনার একাডেমিক ব্যাকরাউন্ড কি, ইত্যাদি। মোট কথা এই প্রশ্নটি করার মাধ্যমে আপনার এইটুকু মূল্যায়ন করা হয় যে, আপনি নিজেকে কিভাবে মানুষের সামনে নিজেকে এক্সপ্রেস করেন। এর দ্বারা কিভাবে আপনি মানুষের সাথে কাজ করবেন সেটা বুঝতে পারে। ভাইবাতে নিজের সম্পর্কে বলা কমন একটি প্রশ্ন।
তবে অনেক বোর্ড এক্ষেত্রে বলেন, ইংরেজিতে নিজের সম্পর্কে বলুন। এক্ষেত্রে আপনার ইংরেজি দক্ষতাও মেজার করা হয়। এক্ষেত্রে কয়েকবার প্রকটিস করবেন আশা করি ভাল করবেন।
খুব ভালো হয় যদি এই প্রশ্নের উত্তর তিনটি ভাগে দেন। আপনি এখন কি করেন, আপনার অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা তুলে ধরুন। তবে অবশ্যই শেষ করবেন ভবিষ্যতের টার্গেট কি সেটা দিয়ে। আর বর্তমানে আপনার অবস্থান অর্থ্যাৎ যে দায়িত্ব পালন করছেন, যেসব কাজে নেতৃত্ব দিচ্ছেন সেটা বলবেন। তবে আপনি যে পদের জন্য আবেদন করেছেন, সে পদ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, দক্ষতা আপনার কাছে কিনা সেটার উল্লেখ করা।
ভাইবাতে নিজের সম্পর্কে বলা কেন জিজ্ঞাসা করা হয়?
Credit: BDJOBS
পজিটিভ ওয়েতে ভাইবাতে নিজের সম্পর্কে বলা
ভাইবা বোর্ডে যাওয়ার প্রথম ও প্রধান জিনিস হলো কনফিডেন্স। আপনার ভাইবা ভাল হওয়ার জন্য ১০০% চাবিকাঠি হলো কনফিডেন্স। বোর্ড অনেক সময় আপনার খাবার দিকে দেখলে/উত্তরগুলো নিচ্ছে মনে হচ্ছে না তারপর আপনি পজিটিভটি নেন যে কোন ব্যাপার না। আপনাকে সব পারতে হবে না। একটি উত্তর হয়ত তাদের ভালে লাগতে পারে যার ফলে আপনিকে সিলেক্ট করা হবে।
তবে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় সেটা হলো, আপনি কতটুকু নিজেকে পজিটিভ ওয়েতে উন্থাপণ করেন সেটি লক্ষ্য করা হয়। আমাকে আপনার সিলেক্ট করলে প্রতিষ্ঠানকে এমন সাফল্য দেখাতে পারব।
নিজের সম্ভাবনা তুলে ধরবেন। আমি এটা করেছি, এটি করতে ভালবাসি বা আমার স্বপ্ন রয়েছে।
মনে রাখবেন, আপনার কোন নেগেটিভ দিক থেকে থাকলেও আপনি এখানে প্রকাশ করবেন না। যদি কোন জিনিস বলতে হয় তাহলে ট্রিকি ওয়েতে বলবেন। এটা আবার কেমন চলুন একটা উদাহরণ দেই।
ভাইবা নিজের দুর্বলতা কিভাবে বলবেন
ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার নির্জের দুর্বলতা কি কি? এখানে আপনার ট্রিকি উত্তর এমন হতে যে, আমি সাধারণত মানুষকে খুব সহজেই বিশ্বাস করি। এখানে দূর্বলতা প্রকাশ করে গিয়ে একটি গুন প্রকাশ পেলো বিশ্বাস আছে আপনার কাছে। আরেকটি উত্তর: আমি যে কোন একটা কাজ শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পাই না।
তবে নিজের সম্পর্কে প্রশ্নটিতে নিজের বিশেষ কোন স্টং পয়েন্টে কথা বলুন যার মাধ্যমে বোর্ড আপনাকে ঐদিকে আরও প্রশ্ন করে এবং আপনি উত্তর দিতে পারেন।
আপনি কখনোই মিথ্যা এবং অতিরিক্ত কথা না বলবেন না যে বিষয়ে আপনার কোন আইডিয়া নেই।
ভাইবাতে নিজের সম্পর্কে বলা-নমুনা উত্তর
আমি মিম ইসলাম, বাবার নাম জামাল মুন্সি, মায়ের নাম: শেফালি বেগম। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ও মা একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে। আমরা দুই ভাই ও দুই বোন। আমার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনিতে উপজেলায়। আমি খিলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে। বর্তমানে আমি একটি প্রাইভেট ব্যাংকে চাকরিরত আছি।
এসম্পর্কে বিডিসবস সুন্দর একটি লেখা দেখিয়েছে। যেটা নিম্নরুপ
আরও দেখুন: মৌখিক পরিক্ষার পোশাক-পরিচ্ছেদ
Credit: BDJOBS
ভাইবাকে নিজের কন্ট্রোলে নেওয়া
হ্যা, সত্যি বলছি ভাইবাকে আপনি আপনার নিজের কন্ট্রোল এ নিতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ধরুণ, আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বর্তমানে কি করেন। এ প্রশ্নের উত্তরে এমন কিছু কি পয়েন্ট আনতে হবে যার মাধ্যমে আপনার কিছু স্ট্রং পয়েন্ট ও রেডি করা উত্তর রাখতে পারবেন। যেমন আমাকে পিএসসিতে জিজ্ঞাসা করেছিল: আপনি কী করেন? আমি বললাম স্যার আমি সিজিএতে আছি। তখন বোর্ড বলল সিজিএ ও সিএজিএর মধ্যে পার্থক্য কি। সহজেই উত্তর করতে পারলাম। বোর্ড বলল, আপনারা তো বিল পাশ করেন তাই না? আমি বললাম জ্বি স্যার। তখন বোর্ড বলল, বিল ও ভাইচারের মধ্যে পার্থক্য কী? তার মানে কোন একটা পয়েন্টে দিবেন যার মাধ্যমে আপনার স্টং জোনো ঢুকে আপনি তাদেরকে আপনার রেডি করা উত্তর দিবেন।
মোট কথা আপনাকে এমনভাবে প্রশ্নের লিংক করবেন যাতে একটি প্রশ্ন উত্তর দেন। এবং বোর্ড ওই উত্তরের থেকে আবার প্রশ্ন করে।
নতুন/চাকুরি প্রত্যাশিদের জন্য
এ প্রশ্নটি দ্বারা প্রার্থীকে তার নিজের কথা বলার সুযোগ করে দেয়। তবে মনে রাখবেন, এই প্রশ্নটির সঠিক বা কোন ভুল উত্তর নেই। এক্ষেত্রে আপনি আপনার সৃজনশীলতা দেখাতে পারেন। আপনার উত্তরে এগুলো রাখুন- আপনি সর্বোচ্চটা দিয়ে কাজ করতে পারেন। আপনার মধ্যে লিডারশীপের গুনাবলি আছে। আপনি একজন বিশ্বাসী ও পরিশ্রমী। আপনি অন্যদের থেকে ভাল করবেন।
আপনাকে যদি বোর্ড জিজ্ঞাসা করেন, আপনি কি করতে ভালবাসেন। আপনি বলবেন না যে, আমি এটা খেতে ভালবাসি, ঘুরতে ভালবাসি, আড্ডা বা সিনেমা দেখা।
ভাইবা নিজের সম্পর্কে বলার সময় যা বলবেন না:
ছবিটি: বিডিজবস থেকে সংগ্রহীত
সারকথা
ভাইবাতে ভাল করার জন্য আপনাকে অনেক মক ভাইবা দিতে হবে। কোন রকম মনগড়া কথা বলবেন না। আপনি ভাইবা বোর্ডে অপরের কপি করা কথা বলবেন না। আপনি অবশ্যই নিজস্বতা বজায় রাখবেন। আপনার জন্য দেওয়া ও শুভ কামনা রইল।