সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন যেমন হয়

বিশেষ করে বিসিএস, ব্যাংক সহ অন্যান্য সরকারি চাকুরির পরীক্ষায় সংবিধান থেকে ভাইবাতে বিভিন্ন ধরণের প্রশ্ন করে থাকে। আজকে এখানে সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন যেমন হয় সে সম্পর্কে একটি সম্যক ধারনা দিব। তো চলুন শুরু করা যাক।

বাংলাদেশ সংবিধান

সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। এরিস্টটলের মতে, Constitution is the way of life the state has chosen for itself. বাংলাদেশের সংবিধান মূলত ২ প্রকার। যথা: ১। লিখিত সংবিধান ও ২। অলিখিত সংবিধান। ১৯৭২ সালে ১১ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সংবিধানের মোট ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। মোট তফসিল ৭টি। সংশোধনী হয়েছে এ পর্যন্ত ১৭ বার।

সংবিধানের প্রস্তাবনা। সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন

সংবিধান প্রণয়ন কমিটি

১৯৭২ সালে ১১ এপ্রিল আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডা: কামাল হোসেনের সভাপতিত্বে ৩৩ জন সদস্য নিয়ে খসড়া সংবিধান কমিটি গঠন করা হয়।

গণতন্ত্র ও প্রজাতন্ত্র কী? বাংলাদেশকে কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়?

= গণতন্ত্র হলো জনসাধারণের দ্বারা জনসাধারণের কল্যাণের জন্য পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসনকাযে অংশগ্রহণ করে এবং সরকারের জবাবদিহি করতে বাধ্য করে। যেমন- ব্রিটেন। প্রজাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পদটি উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় না এবং কোনো রাজা বা রানি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পদটি পেতে পারেন না। যেমন-মার্কিন যুক্তরাষ্ট্র। গণপ্রজাতন্ত্র হলো গণতন্ত্র ও প্রজাতন্ত্রের সমন্বয়ে এমন একটি শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা যেখাবে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ। যেমন- বাংলাদেশ। কারণ বাংলাদেশ গণতন্ত্র ও প্রজাতন্ত্রের উভয় শাসন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত হয়।

মৌখিক পরিক্ষার পোশাক-পরিচ্ছেদ কেমন হওয়া উচিৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন

সংবিধান নিয়ে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধনসহ অন্যান্য চাকরির পরিক্ষায় আসা প্রশ্নসমূহ উত্তরসহ নিচে আলোচিত হলো।

১। সংবিধান কি?

= রাষ্ট্রের সর্বোচ্চ আইন।

২। বাংলাদেশের সংবিধান অনুমোদন হওয়ার সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?

= রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৩। ১৯৭২ সালের সংবিধানের মূলনীতিগুলো কী কী?

= বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। যথা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ

৪। সংবিধানে কতটি প্রস্তাবনা, ভাগ, অনুচ্ছেদ ও তফসিল আছে?

= ১ টি প্রস্তাবনা, ১১ টি ভাগ, ১৫৩ টি অনুচ্ছেদ ও ৭ টি তফসিল।

৫। বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৬। বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানে কি বলা আছে?

= সংবিধানের ৪ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুইটি করে মোট চারটি তারকা।

৭। সংবিধানের প্রস্তাবনার উপরে কি লেখা আছে?

= বিসমিল্লাহির রহমানির রহিম (দয়ময়, পরম দয়ালু, আল্লাহর নাম / পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে)।

৮। সংবিধানের ৪ক অনুচ্ছেদে কী বলা হয়েছে?

= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দুতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

৯। সংবিধানে মুজিব কথাটি কতবার আছে?

= মোট ৫ বার (৪ক এবং ১৫০নং অনুচ্ছেদ, ৫ম,৬ষ্ঠ ও ৭ম তফসিলে।

১০। সংবিধানে নারী সম্পর্কিত কয়েকটি অনুচ্ছেদের নাম বলুন?

= ১৯(৩), ২৮(২), ২৮(৩), ২৮(৪), ২৯(২) ও ৬৫(৩)।

১১। জাতীয় সংসদে কোরাম হয় হয় কতজনে?

= ৬০ জনে।

১২। সংবিধানে কাস্টিং ভোট কি?

= কোনো আইনসভায় স্পীকারের ভোটকে কাস্টিং ভোট বলে। আইনসভায় কোন বিষয়ে ভোটাভুটির ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে সমান সংখ্যাক ভোট পড়লে স্পিকার তার কাস্টিং ভোট প্রদান করে বিলে সংখ্যাগরিষ্ঠতা আনে।

১৩। গনপরিষদ কেন গঠন করা হয়?

= সংবিধান রচনার জন্য।

১৪। গণপরিষদ আদেশ জারী করেন কে এবং কবে?

= রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী এবং ২৩ মার্চ ১৯৭২।

১৫। সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

= ১৮ নং অনুচ্ছেদ।

১৬। সংবিধানে কোন সংশোধনীকে First Distortion বলে আখ্যায়িত করা হয়েছে?

= ৫ম সংশোধনী।

১৭। সংবিধানের কততম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র আছে?

= সপ্তম তফসিলে।

১৮। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কততম আর্টিকেলে?

= ২২ নং আর্টিকেলে।

১৯। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা কত নং অনুচ্ছেদে?

= ১৩৭ নং অনুচ্ছেদ।

২০। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কত সংশোধনীর মাধ্যমে রদ করা হয়?

= ১৫তম সংশোধনী।

২১। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে কত নং আর্টিকেলে?

= ২৮(২) নং আর্টিকেলে।

২২। বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশী বলে পরিচিত হবেন কত নং অনুচ্ছেদ?

= ৬(২) নং অনুচ্ছেদ।

২৩। “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান” সংবিধানের কোথায় বলা আছে?

= অনুচ্ছেদ নং ২৭।

২৪। প্রজাতনন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন সংবিধানের কততম অনুচ্ছেদ?

= ৭ (১) নং অনুচ্ছেদ।

সংবিধানের ধারাসমূহ

সংবিধানের ধারাসমূহ কয়েকটি মূখস্ত রাখা আপনার জন্য জরুরী। তাই আপনাকে প্রথম তিন ভাগের সকল অনুচ্ছেদগুলো মূখস্ত থাকতেই হবে। আপনাদের সুবিধার্থে জরুরী ধারাসমূহ দেওয়া হলো।

প্রজাতন্ত্র (১ম ভাগ)

সংবিধানের ধারাসমূহ। সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন

রাষ্ট্র পরিচালনার মূলনীতি (২য় ভাগ)

সংবিধানের ধারাসমূহ

মৌলিক অধিকারসমূহ (৩য় ভাগ)

সংবিধান মৌলিক অধিকার

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।

সংগ্রহে সহযোগিতা: মিম ইসলাম।

Ref: http://bdlaws.minlaw.gov.bd/act-957.html

সারকথা

ভাইবাতে সংবিধান থেকে তেমন কঠিন প্রশ্ন না হলেও রেফারেন্স হিসাবে সংবিধান উলে্লখ করা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ভাইবাতে সংবিধান নিয়ে যে প্রশ্ন হয় তা হয়ত আপনি এইগুলো মনে রাখার মাধ্যমে সফল হবেন। আপনার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ

Leave a Comment