রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন

যেকোন চাকরির ভাইভা পরীক্ষায় রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন যেমন হয়। আমরা এখানে বিগত বছরগুলোতে জিজ্ঞাসিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও অভিজ্ঞতার আলোকে আজকের এই ব্লগ পোস্টটি সাজিয়েছি। রসায়ন নিয়ে ভাইভা প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

রসায়ন বিষয়ক ভাইবা প্রশ্ন

আপনি যদি রসায়ন বিষয়ে লেখাপড়া করে থাকেন। ভাইভাতে আপনাকে বিভিন্ন এসিড, যৌগ, পদার্থ নিয়ে প্রশ্ন করা হতে পারে। তাই এখানে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেয়ার করছি।

রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন

পানি কয় অবস্থায় থাকতে পারে?

উত্তর: তিন অবস্থায় থাকতে পারে। যথা কঠিন তরল ও বায়বীয়।

বায়ু কোন ধরনের পদার্থ?

উত্তর: মিশ্র পদার্থ। কারণ এতে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা ইত্যাদি।

বায়ুতে কত শতাংশ অক্সিজেন থাকে?

উত্তর: প্রায় ২১%।

অক্সিজেনের উৎস কি? 

উত্তর: উদ্ভিদের সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতির সময় উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়।

কয়েকটি গ্যাসীয় পদার্থের নাম বলুন-

উত্তর: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস ইত্যাদি।

জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: প্রাকৃতিক গ্যাস (মিথেন) এলপিজি (প্রোপেন + বিউটেন) এবং এলএএনজি।

গাছের পাতা সবুজ হয় কেন?

উত্তর: ক্লোরোফিল নামক বর্ণকণিকার উপস্থিতির জন্য।

বায়ো গ্যাসের মূল উপাদান কোনটি?

উত্তর: মিথেন।

বায়ো গ্যাসে মিথেনের পরিমাণ? 

উত্তর: প্রায় ৬০%।

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মান কেমন?

উত্তর: প্রায়৯৭% থেকে ৯৮% বিশুদ্ধ।

নবায়নযোগ্য জ্বালানি কি?

উত্তর:যে জ্বালানি বারবার ব্যবহার করল নিশেষ হয় না তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমন সৌরশক্তি, পানি, সমুদ্রের ঢেউ।

বাতাসে কোন কোন ভারী পদার্থের উপস্থিতির কারণে বাতাস দূষিত হয়?

উত্তর: সিসা ক্রোমিয়াম পারদ ইত্যাদি।

ফল পাকানোর জন্য কোনটি বেশি ব্যবহৃত হয়? 

উত্তর: ক্যালসিয়াম কার্বাইড।

অসাধু ব্যবসায়ীরা ফলমূল শাকসবজি মাসে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করে?

উত্তর: ফরমালিন।

অ্যানিমিয়া  কি?

উত্তর: রক্তে আয়রনের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দেয়।

আয়রনসমৃদ্ধ কয়েকটি খাবারের নাম বলুন 

উত্তর: ডুমুর, কলা, কচু শাক, ইত্যাদি।

ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?

উত্তর: এসকরবিক এসিড।

ভিটামিন সি এর উপকারিতা বলুন

উত্তর: আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক স্বতেজ রাখে এবং ঘাস শুকাতে সাহায্য করে।

গাছের বৃদ্ধির জন্য কোন উপাদানটি আবশ্যক?

উত্তর: নাইট্রোজেন।

গাছের ফলমূল আসতে দেরি হয় কেন?

উত্তর: সালফারের অভাবে।

বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্লান্টে জ্বালানি হিসেবে কিভাবে হয়?

উত্তর: ইউরেনিয়াম।

রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন আরও প্রশ্ন

কাঠের বিকল্প হিসেবে কোনটির ব্যবহার বর্তমানে বেশি?

উত্তর: প্লাস্টিক।

প্লাস্টিক কি পরিবেশের জন্য ক্ষতিকর?

উত্তর: প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পচনশীল পদার্থ যা মাটি দূষণ ঘটায় এছাড়াও প্লাস্টিক পোড়ালে দূষিত গ্যাস নির্গত হয় যা বায়ু দূষণ ঘটায়।

দূষিত পানিতে কি কি থাকে?

উত্তর: রোগ জীবাণু, আর্সেনিক।

পলিথিনের বিকল্প হিসেবে কোনটির ব্যবহার পরিবেশ বান্ধব?

উত্তর: পাটের তৈরি ব্যাগ

পাট থেকে কি কি তৈরি করা যায়?

উত্তর: পাঠের শাড়ি, শোপিস, ঢেউটিন ও পাটের ব্যাগ

কাঁচা ফল লেবু তেতুল ইত্যাদিতে কি থাকে?

উত্তর: জৈব এসিড

ভিনেগার বা  সিরকা  কি?

উত্তর: এসিটিক এসিডের ৬ থেকে ১০% জলীয় দ্রবণ

রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান

আপনি যদি রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান খুজে থাকেন। তাহলে এই বেসিক প্রশ্নসমূহ আপনার দরকার হবে।

লেবুতে কোন এসিড থাকে?

উত্তর: সাইট্রিক এসিড

সফট ড্রিংকে কোন এসিড থাকে

উত্তর: কার্বনিক এসিড

সফট ড্রিংস কেন ক্ষতিকর?

উত্তর: এতে কোন পুষ্টি উপাদান থাকে না এতে অধিক পরিমাণ সুগার বা চিনি থাকে।  যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

মিষ্টি জাতীয় খাদ্যে কোনটির ব্যবহার অত্যাধিক ক্ষতিকর?

উত্তর: স্যাকারিন ও টেক্সটাইল রং।

পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের ভূমিকা কি?

উত্তর: হাইড্রোক্লোরিক এসিড পাকস্থলীর খাবারের সাথে আশা জীবানুকে ধ্বংস করে। আবার খালি পেটে এর ক্ষরণ বেশি হলে পেপটিক আলসার হয়।

চুন কী?

উত্তর: ক্যালসিয়াম অক্সাইড কে চুন বলে।  এটি একটি ক্ষারীয় পদার্থ।

PH কী?

উত্তর: হাইড্রোজেন আয়নের ঘনাত্মক ঋণাত্মক লগারিদম কে PH বলে। একটি দ্রবণের সিট না ক্ষার PH মাধ্যমে বোঝা যায়।

 বিশুদ্ধ পানির PH কত?

 উত্তর: 7

মানুষের রক্তের PH কত

উত্তর: 7.4

মাটির PH কমে গেলে কি ধরনের সমস্যা দেখা দেয়

উত্তর: মাটির PH কমে গেলে অম্লীয় মাটিতে উদ্ভিদ ও ফসলের উৎপাদন কমে যায়।

মাটির PH বাড়ানোর জন্য জমিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

উত্তর: ক্যালসিয়াম অক্সাইড বা চুন।

শুটকি সংরক্ষণে কোন কীটনাশকটি ব্যবহার হয়?

উত্তর: ডিডিটি।

ডিডিটি মানব স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর?

উত্তর: ডিডিটি মানব দেহে ক্যান্সার তৈরি করে।

দুধে উপস্থিত সরকরার নাম কি?

উত্তর: ল্যাকটোজ।

দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন?

উত্তর: দুধের শর্করা আমি চর্বি ভিটামিন খনিজ লবণ ও পানি থাকে অর্থাৎ খাদ্যের ছয়টি উপাদানের সব কয়টি উপাদান উপস্থিত থাকে বলে দুধকে আদর্শ খাদ্য বা সুষম খাদ্য বলে।

দইয়ে কোন এসিড থাকে?

উত্তর: ল্যাকটিক এসিড

লিটমাস পেপার কী?

উত্তর: এসিড ক্ষার নির্দেশক

পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

উত্তর: হীরক/ হীরা

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী?

ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড।

সংকর ধাতু কী?  উদাহরণ দিন

উত্তর: যখন অধিক শক্তিশালী ধাতুতে পরিণত করা হয় তখন তাকে সংকর ধাতু বলে যেমন পিতল,  কাঁশা বা ব্রোঞ্জ, ইস্পাত।

আরও জানুন রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন

রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন

এছাড়াও আপনি দেখতে পারেন। ভাইভা পরীক্ষায় ভালো করার উপায়

খাবার সোডা কী?

উত্তর: সোডিয়াম বাই কার্বনেট কে খাবার সোডা বলা হয়।

সাবান কী?

উত্তর: উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে

ডিটারজেন্ট কী?

উত্তর: সোডিয়াম লরাইল সালফেটকে ডিটারজেন্ট বলে

সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে কোনটির  পরিষ্কার ক্ষমতা বেশি?

উত্তর: ডিটারজেন্টের পরিষ্কার ক্ষমতা বেশি

খর পানিতে সাবানের অপচয় হয় কেন?

উত্তর: খর পানিতে উপস্থিত লবণ সমূহ সাবানের সাথে বিক্রিয়া করে অর্থাৎ সাবান কাপড়ের ময়লা পরিষ্কার করার পরিবর্তে পানির লবণ গুলোর সাথে বিক্রিয়া করে ফলে খর পানিতে সাবানের অপচয় হয়।

কাঠ বা কাগজের মূল উপাদান কী?

উত্তর: সেলুলোজ।

কয়েকটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের নাম বলুন

উত্তর: ভাত, রুটি, আলু, চিনি ইত্যাদি।

চিনির রাসায়নিক নাম কী?

উত্তর: সুক্রোজ

চিনিকে ভাঙলে কি পাওয়া যায়?

উত্তর:  গ্লুকোজ ও ফ্রুকটুস।

প্রোটিন বা আমিষকে ভাঙলে কী পাওয়া যায়?

উত্তর: অ্যামিনো এসিড।

পলিথিন কী?

উত্তর: এটি এক ধরনের প্লাস্টিক পলিমার উচ্চ চাপে ইথিলিন গ্যাস থেকে পলিথিন তৈরি হয়।

পিভিসি কী?

উত্তর: পলিভিনাইল ক্লোরাইড এটি এক ধরনের প্লাস্টিক পলিমার।

সিগারেট ও তামাক পাতায় কোন ক্ষতিকর পদার্থ থাকে?

উত্তর: নিকোটিন।

ত্বক ফর্সাকারি ক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ কে ব্লিচ হিসেবে ব্যবহার করা হয়?

উত্তর: পারদ (মার্কারি)।

গরু মোটাতাজাকরণে কোন ক্ষতিকারক ইনজেকশন দেওয়া হয়?

উত্তর:  স্টোরয়েড ইঞ্জেকশন। 

সোনা ও রুপা কেন দামি ধাতু?

উত্তর: সোনা ও রুপার সক্রিয়তা খুব কম এরা সহজে হয় প্রাপ্ত হয় না তাই এদের দাম বেশি।

বৈদ্যুতিক তার তৈরিতে কেন তামা ব্যবহার করা হয়?

উত্তর: তামার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি এবং রোদ কম। 

মানহীন কোম্পানিরা কোন ধাতু ব্যবহার করে?

উত্তর: অ্যালুমিনিয়াম।

বৈদ্যুতিক তার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?

উত্তর: তামার।

পারফিউমের সুগন্ধ কিভাবে ছড়িয়ে পড়ে?

উত্তর: ব্যাপন প্রক্রিয়ায়।

গ্যাস কে কিভাবে বোতলজাত বা সিলিন্ডার জাত করা হয়?

উত্তর: গ্যাস কে চাপ প্রয়োগ করে অথবা গ্যাসের তাপমাত্রা কমিয়ে তরলে পরিণত করে বোতলজাত করা হয়।

কিভাবে বরফে পরিণত করা হলো এটা কোন ধরনের পরিবর্তন?

উত্তর: ভৌত পরিবর্তন

জমিতে রাসায়নিক সারের পরিবর্তে কোন সার ব্যবহার করা পরিবেশবান্ধব?

উত্তর:  জৈব সার, কমপোস্ট সার, সবুজ সার। 

কোন গ্যাস আগুন নিভাতে সাহায্য করে?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড।

মুড়িতে ক্ষতিকারক কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

উত্তর: হাইড্রোজ।

প্রাকৃতিক গ্যাসকে অক্সিজেনে পড়ালে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প ও তাপ উৎপন্ন হয় এটা কোন ধরনের পরিবর্তন?

উত্তর: রাসায়নিক পরিবর্তন।

এন্টিবায়োটিক কী?

উত্তর: এন্টিবায়োটিক হলো এক ধরনের হিউম্যান ড্রাগ যা জীবনের বিরুদ্ধে কাজ করে এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া ও ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে ক্ষত  শুকাতে সাহায্য করে।

অতিরিক্ত অ্যান্টাসিড খেলে কি ধরনের ক্ষতি হয়?

উত্তর: পাকস্থলীতে আলসার ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। 

শরীরের কোন অংশে এসিড লাগলে কি করবেন?

উত্তর: প্রচুর পানি ঢালতে হবে। 

কয়েকটি এসিডের নাম বলুন-

উত্তর:  সাইট্রিক এসিড সালফিউরিক এসিড হাইড্রোক্লোরিক এসিড।

ক্লোরোফরম কী?

উত্তর: এক ধরনের চেতনাশক রাসায়নিক পদার্থ অজ্ঞান পার্টির লোকেরা ক্লোরোফরমের সাহায্যে মানুষকে অজ্ঞান করে। 

ডেটল কী?

উত্তর: একপ্রকার জীবাণুনাশক। 

গ্রীন হাউজ গ্যাস বলতে কী বোঝেন?

উত্তর: মিথেন কার্বন ডাই-অক্সাইড জলীয়বাষ্প ক্লোরোফ্লোরো কার্বন কে গ্রিন হাউজ গ্যাস বলে গ্রিন হাউজ গ্যাস সমূহে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। 

ইটভাটা থেকে কোন কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়?

উত্তর:  কার্বন ডাই-অক্সাইড সালফার ডাই অক্সাইড কার্বন-মনোক্সাইড

কাচের মূল উপাদান কী?

উত্তর: সিলিকা বা বালি। 

ট্যানারি বা চামড়া শিল্পে বজ্র পদারথে কোন বিষাক্ত পদার্থ উপস্থিত থাকে?

উত্তর:  ক্রোমিয়াম। 

পানিতে কোন গ্যাসের উপস্থিতির আধিক্য ঘটলে মাছ মারা যায়?

উত্তর: অ্যামেনিয়া। 

ইউরিয়া সারের কাঁচামাল?

উত্তর: এমেনিয়া। 

 বডি স্প্রেতে দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তর: ইথাইল অ্যালকোহল

তথ্যসূত্র: গাজী মিজান স্যারের ভাইভা অ্যানালাইসিস।

শেষকথা

আশা করি রসায়ন নিয়ে ভাইবা প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তারপর কোন কোয়েরি থাকলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ

Leave a Comment