একটি চাকরির ক্ষেত্রে ভাইবা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি প্রিলিমিনারি, লিখিত পরীক্ষায় পাশ করেও ভাইবাতেও ভাল না করার দরুণ চাকরি নামক সোনার হরিণটি পাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না। তাই ভাইবা ভাল হওয়াটা জরুরী। প্রতিটি ভাইবা পরীক্ষায় ই পদ্মা সেতু সম্পর্কে কম বেশি প্রশ্ন হয়ে থাকে। একজের এই আর্টিকেলের মাধ্যমে পদ্মা সেতু সম্পর্কে ভাইবাতে যে প্রশ্ন হয় সে সম্পর্কে আলোচনা করব।
পদ্মা সেতু
বাংলাদেশের আত্ম মর্যাদার প্রতীক ‘পদ্মা সেতুকে’ সোনালি সেতু হিসাবে মনে করা হয়। বিশ্বের মধ্যে এগারতম এই সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার সাথে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়েছে সেতুটি তৈরির মাধ্যমে। সেতুটি নির্মানে মূলত কংক্রিট ও স্টিল ব্যবহৃত হয়েছে। দ্বিতল বিশিষ্ট এ সেতুর নিচ তলায় রেল লাইন এবং উপরের তলায় চার লেন বিশিষ্ট সড়ক।
বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা এই সেতুর ফলে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। এছাড়াও সেতুটি আমাদের দেশের সার্বিক উন্নতি তথা বৃদ্ধিতে মাইলফলক হিসেবে থাকবে।
পদ্মা সেতুর গুরুত্ব
পদ্মা সেতু নির্মানের ফলে এর পার্শ্ববর্তী জেলাগুলোতে যুগান্তকারী পরিবর্তন শুরু করেছে। পূর্বে যোগাযোগের অভাবে যথাসময়ে ও কার্যকর স্বাস্থসেবা, শিক্ষার প্রাপ্যতা ব্যহত ছিল। সেই অবস্থার থেকে এখন উত্তরণ সম্ভব হয়েছে। অর্থনৈতিক কর্মকান্ডেও গতিশীলতা আসছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ গ্যাস সরবারহ করলে দক্ষিনাঞ্চল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে। রেলব্যবস্থার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। দেশের দারিদ্রের হার কমবে বলে আশা করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক যোগাযোগের মান বৃদ্ধি পেয়েছে। ভর্তুকি দিয়ে চালু রাখা ফেরি সার্ভিস বন্ধ হয়েছে। এবং আদায়কৃত বিপুল পরিমান টাকার টোল সম্পূর্ণরুপে সরকার পাচ্ছে। বিপুল সংখ্যকে বেকারের কর্মসংস্থান মিলছে।
ভাইবাতে পদ্মা সেতু সম্পর্কে যে প্রশ্ন হয়
পদ্মা সেতু সম্পর্কে চাকরির বিভিন্ন পরিক্ষায় যে প্রশ্নাদি সচারচর বেশি হয় সেগুলো প্রথমে দেওয়া হলো। পাশাপাশি অন্যান্য যে প্রশ্নাদি হয়ে থাকে যে সম্পর্কে একটি সম্ভাব্য প্রশ্ন তালিকা সহ উত্তর নিম্নরুপ।
১। পদ্মা সেতুতে ETC সেবা চালু হয়?
= ৫ জুলাই, ২০২৩ সালে।
২। এর রেল সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
= ৬.৬৮ কিলোমিটার।
৩। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
= পদ্মা বহুমুখী সেতু।
৪। পদ্মা সেতু প্রকল্পের নাম কি?
= পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৫। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণকারী কে?
= বাংলাদেশ সতু কর্তৃপক্ষ।
আরও দেখুন:-বঙ্গবন্ধু সম্পর্কে ভাইবাতে যে প্রশ্ন হয়।
৬। পদ্মা সেতুর স্থানাঙ্ক কত?
= ২৩.৪৪৬০ ডিগ্রি উত্তর এবং ৯০.২৬২৩ পূর্ব
৭। সর্বপ্রথম ও সর্বশেষ স্প্যানটি বসানো হয় কবে?
= ৩০ সেপ্টেম্বর ২০১৭ এবং ১০ ডিসেম্বর ২০২০ তারিখে।
৮। পদ্মা সেতুর ফলে জিডিপির কত শতাংশ বৃদ্ধি পাবে?
= ১.২ শতাংশ।
৯। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
= সেতুর দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
১০। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?
= চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
১১। কত তারিখে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়?
= ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
১২। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
= মো: শফিকুল ইসলাম।
১৩। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
= ৩,১৪০ টন।
১৪। কারা পদ্মা সেতুর তত্ত্বাবধানের কাজ করেছে?
= বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন।
১৫। পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?
= ৩ টি জেলা। মুন্সিগঞ্জের (মাওয়া), শরীয়তপুর (জাজিরা) ও মাদারীপুর (শিবচর)
১৬। কোন প্রতিষ্ঠান পদ্মা সেতুর নকশা করেছে?
= যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এইকম (AECOM)।
১৭। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
= ৩.১৮ কিলোমিটার।
১৮। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?
= ৮১ টি।
১৯। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
= ৬০ ফুট।
২০। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ও মোট পাইলিং কতটি?
= ৩৮৩ ফুট ও ৬৬৪টি
পদ্মা সেতু আমাদের স্বপ্নের বাস্তবায়ন
২১। সেতুতে কি কি সুবিধা থাকবে?
= গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন সহ পরিবহন সুবিধা।
২২। পদ্মা সেতু প্রকল্পে জনবল কত?
= প্রায় ৪ হাজার।
২৩। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
= পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট)।
২৪। পদ্মা সেতুর পিলার কয়টি?
= পদ্মা সেতুর পিলার সংখ্যা: ৪২টি।
২৫। পদ্মা সেতুর স্প্যান কয়টি?
= পদ্মা সেতুর স্প্যান সংখ্যা: ৪১টি।
২৬। পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?
= ২০২২ সালের ২৫ জুন।
২৭। পদ্মা সেতুর এক পিলার থেকে অন্য পিলারের দুরুত্ব কত?
= ১৫০ মিটার।
২৮। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
= রিখটার স্কেলের ৯ মাত্রায়।
২৯। পদ্মা সেতুতে রেল চালু হয় কবে?
= ১০ অক্টোবর ২০২৩ সালে পদ্মা বহুমুখী সেতুতে রেল চালু হয়।
৩০। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
= মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় অবস্থিত।
৩১। পদ্মা সেতুর ডিজাইনার কে?
= কেন হুইটলার (অস্ট্রেলিয়)।
৩২। পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
= এ মাল্টি পারপাস সেতুটির আয়ুস্কাল: ১০০ বছর।
৩৩। পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত?
= পদ্মা নদীতে অবস্থিত।
৩৪। পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
= মোট ২১ টি জেলা।
৩৫। পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত?
= ঢাকা বিভাগে অবস্থিত।
৩৬। ১। পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?
= ১৮.১০ মিটার।
৩৭। পদ্মা সেতুর মোট ব্যয় কত?
= ৩২,০০০ হাজার কোটি টাকা+
৩৮। পদ্মা সেতু বিশ্বের কততম সেতু
= ১১তম সেতু।
৩৯। পদ্মা সেতু চালু হয় কবে?
= ২৬ জুন, ২০২২ সালে।
৪০।
তথ্যসূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
Ref: http://www.padmabridge.gov.bd/
সারকথা
পদ্মা সেতু সম্পর্কে আপনার জানা তথ্য আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা আশা করি আমাদের দেওয়া তথ্য দ্বারা অবশ্যই আপনি উপকৃত হবেন। কোন তথ্য ভুল থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যথাসম্ভব দ্রুত সংশোধন করে দিব। ধন্যবাদ